বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্র পুনরুদ্ধারের শত্রুরা বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
খায়ের ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তা যেন ব্যর্থ না হয়, সেই ষড়যন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র ভেদ করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪শের গণঅভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
খায়ের ভূঁইয়া যোগ করেন, ‘আমরা শহীদদের রক্তের সঙ্গে মুনাফেকি করতে পারব না। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অতীতের মতো কারও সঙ্গে কোনো আপস করবে না।’
এ সময় উপস্থিত ছিলেন: সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া (মিজান), সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, সাইদুর রহমান ভুট্টু, জামাল হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন