অরক্ষিত রেলক্রসিংয়ের উঠে পড়া ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর ভেঙে দুমড়েমুচড়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল।
রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস। পথিমধ্যে সুতিয়াখালী অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে ট্রাক্টর ওঠায় চালক। ট্রেন দেখে তাড়াহুড়া করে নামাতে গেলে ট্রাক্টর বন্ধ হয়ে যায়। এ সময় চালক ট্রাক্টর রেললাইনে রেখে পালিয়ে যায়। এমতাবস্থায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর ভেঙে দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, ধাক্কা দেওয়ার পর ট্রেন দাঁড়িয়ে যায়। পরে ৩০ মিনিট দেরি করে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন