নওগাঁর রাণীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে পিকনিকের একটি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর মো. মাম্পি (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে একই এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে নিখোঁজ হন তিনি। নিহত কিশোর মাম্পি বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে কিশোর মাম্পির লাশ উদ্ধার করা হয়েছে।’
জানা গেছে, ২৫ থেকে ৩০ জনের একটি দল বদলগাছী থেকে নদীপথে একটি নৌকা নিয়ে দুই দিনের জন্য শনিবার নাটোরের পাটুলে পিকনিকে যান। সেখানে পিকনিক শেষে রোববার নৌকাযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে রাণীনগর উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে কিশোর মো. মাম্পি নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্থানীয় লোকজন, রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান চালালে বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ পাওয়া যায়।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন