ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগরে নৌকাডুবিতে জেলের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৫৫ পিএম
রাণীনগর থানা। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকাডুবির ঘটনায় লোকমান প্রামানিক (৫৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান প্রামানিক উপজেলার হরিশপুর মৎস্যজীবিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ৫-৬ জন জেলে একটি নৌকা নিয়ে বিল মুনসুরে মাছ ধরতে যান। রাত আনুমানিক ২টার দিকে ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য জেলেরা সাঁতরে তীরে উঠতে পারলেও লোকমান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলে না। পরে মঙ্গলবার সকালে বিলে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’