বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৬:২৩ পিএম

আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকা-স্বর্ন অলঙ্কার লুট ও মারপিট

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৬:২৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের হলদাহ গ্রামে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ স্বর্ন-অলঙ্কার লুট ও মারপিটের অভিযোগ উটেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হলদাহ গ্রামের হায়দার মোল্যার ছেলে রবিউল মোল্যা (৪৪), মাহাবুব মোল্যার ছেলে হাবিবুল্লাহ মোল্যা (৩৫), মুজিবুর রহমানের ছেলে কামাল হোসেন (৩৮) আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রবিউল মোল্যা বলেন, আমি পাটের ব্যাবসা করি, পাট কেনার উদ্দেশ্য সকাল সাড়ে ৯টার দিকে, কামাল হোসেন (৩৮) ও হাবিবুল্লাহ (৩৫) কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নলদী হাটে রওয়ানা হই। হলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে হলদাহ গ্রামের মকবুল মজুমদারের ছেলে মুজাফফর মজুমদার (৬০), ইমান উদ্দিন শেখের ছেলে সামাদ শেখ (৫০), আকরাম মোল্যার ছেলে সোহেব মোল্যা (৪৫), মতলেব মোল্যার ছেলে বাদশা মোল্যা (৫০), এদের নেতৃত্বে একই গ্রামের হাই মজুমদারের ছেলে কুতুব মজুমদার (২৫), লুৎফর মজুমদারের ছেলে রবি মজুমদার (২৮), ওয়াহাব মোল্লা ছেলে হাচান মোল্যা (৩০), আকরাম মোল্যার ছেলে সেলিম মোল্যা (৩০), বারিক মোল্যার ছেলে রানা মোল্যা (২৩), আরিক মোল্যার ছেলে হৃদয় (২০), আনোয়ার মোল্যার ছেলে শফি মোল্যা (২২), আমজেদ মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৬), আতর মোল্যার ছেলে উলফাদ মোল্যা (২৩), মোনায়েম মজুমদারের ছেলে বিল্লাল মজুমদার (২২)সহ আরও অনেকে আমাদের দাঁড় করায়ে আমার মাথায় বন্দুক টেকিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের তিনজনকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় আমার কাছে থাকা পাট কেনার ৯ লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

আহত হাবিবুল্লাহ বলেন, আমরা তিনজন পাট কেনার জন্য নলদী যাচ্ছিলাম পথিমধ্যে ওরা আমাদের মারধর করে। এসময় আমার গলায় থাকা চেইন, আংটি ছিনিয়ে নেয়। ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেলটি ভাংচুর করে। আমরা ঔ সন্ত্রাসীদের বিচার চাই, ওদের নামে মামলা করব। হলদাহ গ্রামের মেম্বার আবু তালেব বলেন, সামাদ, মুজাফফর গং ওরা সন্ত্রাসী ওদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে আমি ওদের বিচার চাই। 

এ বিষয়ে জানতে মুঠোফোনে অভিযুক্ত হলদাহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, মারপিটের ঘটনা একটু ঘটিছে শুনছি তবে কি ঘটিছে সেটা জানিনা। 

এ বিষয়ে নলদী পুলিশ ফাঁড়ির আই সি জানান, মারামারির ঘটনা শুনছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Shera Lather
Link copied!