নরসিংদী সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল সরকার নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, শীলমান্দী ইউনিয়নের শীলমান্দী মৌজার আরএস খতিয়ান নং ১৫২৮, দাগ নং ৭১৪-এ ৩০ শতক জমি পৈতৃক সূত্রে পাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন মো. বিল্লাল সরকার।
ওই জমির প্রতি লোভ পড়ে তারই ভাই আল আমিন সরকার, কবির সরকার, শুভ সরকার, দুলাল সরকার, ইথার সরকার, সবুজ সরকার, সোহেল সরকার ও পরশ সরকারের।
জমি দখলের উদ্দেশ্যে তারা নানা অপচেষ্টা চালায় এবং বিল্লাল সরকারকে হুমকি দিয়ে জানায়, জমি দখলে রাখতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তাকে ও তার পরিবারকে ‘চিরদিনের জন্য পৃথিবী থেকে সরিয়ে’ দেওয়া হবে বলে ভয়ভীতি দেখানো হয়।
বিল্লাল সরকার এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে অভিযুক্তরা আরও ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে এসে জোরপূর্বক জমি দখল করে নেয় এবং জমির মাঝখানে ইটের দেওয়াল নির্মাণ শুরু করে।
বিল্লাল সরকার ও তার ছেলে অয়ন সরকার বাধা দিলে তারা পুনরায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিল্লাল সরকার তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
বর্তমানে বিল্লাল সরকার ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :