নোয়াখালী অঞ্চল ও ভাষাকে কেন্দ্র করে নির্মিত প্রথম ফ্যান্টাসিমূলক দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’ সম্প্রচার শুরু হয়েছে গ্লোবাল টিভিতে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় সিরিজটি দেখা যাচ্ছে প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এতে নোয়াখালীর প্রাচীন মিথ, লোককথা ও জনপ্রিয় ফ্যান্টাসিকে আধুনিক গল্পের মাধ্যমে বাস্তবতার রূপ দেওয়া হয়েছে। ধারাবাহিকটিতে রয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এক নভোযান, চাঁদে নোয়াখালীর বুড়ির কাহিনি, এমনকি নোয়াখালী স্বাধীন দেশ হলে ইউরোপের মতো সমৃদ্ধ হওয়ার কল্পগাথাও।
এই ধারাবাহিকে রাজশাহীর ছেলে ‘জায়েদ খান’ চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম অভিনেতা ইমরান হাসো। প্রেমিকা তাকে ছেড়ে ফেসবুকে ভিডিও দিয়ে তারকা হয়ে ওঠার পর তাকে খুঁজতে রাজশাহী থেকে নোয়াখালীতে চলে আসে জায়েদ। আর নোয়াখালীতে পৌঁছানোর পরই তার জীবনে শুরু হয় নতুন সব ঘটনা ও হাস্যরসাত্মক কাহিনি।
তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘অনেকে বলতেন তিনি নাকি রাগী বা কম কথা বলেন। কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি তিনি খুব শান্ত, অসাধারণ মানুষ। প্রতিটি দৃশ্যে আমাকে প্রশংসা ও উৎসাহ দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এটা। দর্শকদের কাছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ একটি সতেজ ও আনন্দদায়ক অভিজ্ঞতা হবে।’
তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় ৫০০এর বেশি। জনপ্রিয় নাটকগুলোর মধ্যে আছেÑ বকুলপুর, অচিনপুর, গোলমাল, স্বপ্ন আড্ডা, রূপনগর, আদম, নাইটগার্ড, মফিজ এখন ঢাকায়, শূন্য পৃথিবী, তোফাজ্জলের শেষ ভাত, স্যার যেখানে মেডাম সেখানে প্রভৃতি।
আজ ইমরান হাসোর জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন নওগাঁ জেলার পতœীতলা থানার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন