শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:১০ পিএম

অজ্ঞান পার্টির খপ্পরে টাকাপয়সা খোয়ালেন ব্যবসায়ী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:১০ পিএম

মো. জামাল হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

মো. জামাল হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর ‘ওয়েলকাম’ বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. জামাল হোসেন (৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী টাকাপয়সা খুইয়েছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে আরামবাগ এলাকা থেকে জামাল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করার পর তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা বাহক ইলিয়াস জানান, তিনি কারওয়ান বাজারে কাঁচামাল ব্যবসা করেন। ঘটনার দিন বিভিন্ন দোকান থেকে টাকা তুলেছিলেন। এরপর টেকনিক্যাল মোড় থেকে ‘ওয়েলকাম’ পরিবহণের একটি বাসে করে কারওয়ান বাজারে ফেরার পথে বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

ইলিয়াস বলেন, ‘বাসে ওঠার কিছুক্ষণ পরই অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অচেতন করে তার সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে বাসের হেলপাররা জামাল হোসেনকে আরামবাগ এলাকায় ফেলে রেখে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরও জানান, তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাই তার কাছ থেকে কত টাকাপয়সা খোয়া গেছে তা নির্ধারিতভাবে বলা যাচ্ছে না।

জানা গেছে, জামাল হোসেনের বাড়ি মিরপুর মাজার রোডের গাবতলী প্রথম কলোনি ব্লক-ই এলাকায়। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী এবং কারওয়ান বাজারে ব্যবসা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
 

Shera Lather
Link copied!