জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী প্রাণ রক্ষার্থে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২২ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তালিকার তথ্য জানানো হয়।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি ছিলেন।
সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যাদের নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে হলেন- জুনায়েদ আহমেদ পলক, সায়েদুল হক সুমন, শিরিন শারমিন চৌধুরী, নাজমা আকতার, সামসুল হক টুকু, ছোট মনির, ইকবালুর রহিম, শাহজাহান খান, রাগিবুল আহসান রিপু, এমএ লতিফ, এ কে এম রেজাউল করিম তানসেন।
আপনার মতামত লিখুন :