দেশের ইন্টারনেট সেবাকে আরও যুক্তিসঙ্গত ও গ্রাহকবান্ধব করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) পর্যায়ে ব্যান্ডউইথের নতুন ট্যারিফ ঘোষণা করেছে সংস্থাটি। নতুন এই ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
ঘোষিত ট্যারিফ অনুযায়ী, প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা এবং সর্বোচ্চ ২৯৯ টাকা। ঢাকার মধ্যে এবং বাইরের জন্য আলাদা ফ্লোর ও সিলিং প্রাইস নির্ধারণ করা হয়েছে।
১ থেকে ১০০০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথের মূল্য নির্ধারিত হয়েছে ২৬৫-২৯৯ টাকা এবং ১ লাখ এমবিপিএস বা তার বেশি হলে প্রতি এমবিপিএস ২৩০-২৫৫ টাকার মধ্যে থাকবে।
বিটিআরসির নির্দেশনায় ব্যান্ডউইথের মূল্য ছাড়াও গ্রাহকসেবার মান উন্নয়নে তিনটি গ্রেড (এ, বি, সি) অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ‘এ’ গ্রেডের জন্য আপটাইম থাকতে হবে ৯৯.৯ শতাংশ, বার্ষিক ডাউনটাইম সর্বোচ্চ ৫২৬ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
এ ছাড়া ১০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ সংযোগ নিতে চাইলে অন্তত ৬ মাস এবং ৩০ জিবিপিএসের বেশি সংযোগের ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত মান বজায় না রাখলে গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে।
নতুন ট্যারিফ অনুযায়ী, আইআইজি প্রতিষ্ঠানগুলো কমিশনের অনুমোদিত পপ (পিওপি) থেকে সেবা দিতে বাধ্য থাকবে এবং কমিশনের অনুমতি ছাড়া নতুন কোনো পণ্য বা সেবা চালু করতে পারবে না। ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক এবং নির্দেশনা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর বিটিআরসি নতুন এই ট্যারিফ ঘোষণা করে, যা আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে কমিশন চাইলে সময় ও প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন আনতে পারবে।
আপনার মতামত লিখুন :