বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৩:০০ পিএম

১০টির বেশি সিম ধাপে ধাপে বন্ধ, এসএমএস-এ আসবে সতর্কতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৩:০০ পিএম

১০টির বেশি সিম থাকলে এসএমএস-বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ হবে ধাপে ধাপে। ছবি- সংগৃহীত

১০টির বেশি সিম থাকলে এসএমএস-বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ হবে ধাপে ধাপে। ছবি- সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, এই সীমা অতিক্রম করা সিমগুলো আগামী নভেম্বরের মধ্যে ধাপে ধাপে বন্ধ করা হবে।

তবে গ্রাহকদের আগে থেকে সতর্ক করতে মোবাইল অপারেটররা নিয়মিত এসএমএস পাঠাবে। এছাড়া থাকবে স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করার সুযোগ।

ধাপে ধাপে বন্ধের প্রক্রিয়া

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

তালিকাভুক্ত ব্যক্তিদের অপারেটররা এসএমএস, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে জানিয়ে দেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ১০টির বেশি সিম বাদ দিতে অনুরোধ জানাবে।

এ প্রক্রিয়া আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩ মাস। এরপরও বাড়তি সিম বাতিল না করলে বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বন্ধ করে দেবে। পুরো কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

কতজনের সিম বেশি?

বিটিআরসির হিসাবে, বর্তমানে দেশে ৬ কোটি ৭৫ লাখ বৈধ সিম ব্যবহারকারী রয়েছেন। এর মধ্যে:

  • ৮০.৩২% ব্যবহারকারীর নামে ৫টির কম সিম
  • ১৬.২৩% ব্যবহারকারীর নামে ৬–১০টি সিম
  • মাত্র ৩.৪৫% ব্যবহারকারীর নামে ১১টির বেশি সিম

এই সিদ্ধান্ত কার্যকর হলে ২৬ লাখ গ্রাহকের অতিরিক্ত ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাবে।

 অপারেটরদের করণীয়

প্রথমে ভেন্ডর প্রতিষ্ঠান সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম (CBVMP) অতিরিক্ত সিমধারীদের তালিকা তৈরি করবে। এরপর সেই তালিকা অপারেটরদের দেওয়া হবে, যাতে তারা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

অপারেটররা প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে এসএমএস পাঠাবে। নিজেদের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এ নিয়ে প্রচারণা চালানো হবে।

কোন সিম থাকবে, কোনটি যাবে?

ব্যবহারকারীর যদি একাধিক অপারেটরের সিম থাকে, তবে প্রতিটি অপারেটরের অন্তত একটি সিম রাখার চেষ্টা করা হবে। বাছাইয়ে মূলত বিবেচনায় থাকবে:

  • সর্বোচ্চ রাজস্ব আনা সিম
  • এমএফএস বা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত সিম
  • ব্যবহারকারীর নিজস্ব পছন্দ (যদি আগে জানানো হয়)
  • এইভাবে ১০টি সিমের তালিকা চূড়ান্ত হওয়ার পর বাকি সিমগুলো অপারেটরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

যেভাবে জানবেন আপনার নামে কতটি সিম আছে

নিজের নামে কতটি সিম রয়েছে জানতে চাইলে *১৬০০১# ডায়াল করে তথ্য পাওয়া যাবে। অপ্রয়োজনীয় সিম ‘ট্রান্সফার অব ওনারশিপ’ পদ্ধতিতে অন্যের নামে স্থানান্তর করা যাবে।

ভুল করে সিম বন্ধ হলে যা করবেন

বিটিআরসি জানিয়েছে, কোনো ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ সিম ভুল করে বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে যোগাযোগ করে পুনরায় নিবন্ধনের সুযোগ থাকবে।
 

Shera Lather
Link copied!