মেটার মালিকানাধীন জনপ্রিয় তিন সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম—এখন ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও সমন্বিত অভিজ্ঞতা আনতে যাচ্ছে।
নতুন একটি ‘সিঙ্ক ফিচার’ যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে সরাসরি প্রোফাইল ছবি ইম্পোর্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ‘WABetaInfo’ জানায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ২.২৫.২১.২৩-এ নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বর্তমানে কিছু বেটা ব্যবহারকারী ইতিমধ্যে এটি পাচ্ছেন। ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি পরিবর্তন করতে হলে ব্যবহারকারীকে ফোনের গ্যালারি থেকে ছবি নির্বাচন করতে হয় অথবা সরাসরি ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলতে হয়। এছাড়া অবতার বা AI-জেনারেটেড ছবি ব্যবহারের সুবিধাও রয়েছে।
কিন্তু নতুন ফিচার চালু হলে, ব্যবহারকারী চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা প্রোফাইল ছবিও হোয়াটসঅ্যাপে ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ—একবার একটি প্রোফাইল পিক আপলোড করলেই তা একসঙ্গে সব মেটা প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।
এই ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে মেটার ‘Accounts Center’-এ গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করতে হবে। মেটা চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপকেও অ্যাকাউন্টস সেন্টারে যুক্ত করার সুযোগ চালু করেছে।
এর মাধ্যমে মেটা তার তিনটি বড় প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী করছে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম স্ট্যাটাস শেয়ার, ইনস্টা প্রোফাইলে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করার মতো ফিচারও চালু হয়েছে।
যারা একাধিক মেটা অ্যাপে একই প্রোফাইল ছবি রাখতে চান বা সময় বাঁচাতে চান, তাদের জন্য এই সিঙ্ক ফিচারটি হবে দারুণ কার্যকর।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন