ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিতর্কিত কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ নিলেন উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি অজিত পওয়ার। বিধানসভায় বসে মোবাইলে তাস খেলার ভিডিও ভাইরাল হওয়ার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত এলো।
তবে কোকাটকে মন্ত্রিত্ব হারাতে না হলেও তাঁর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের বৃহস্পতিবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোকাটকে কৃষি দপ্তর থেকে সরিয়ে যুব ও ক্রীড়া কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, এনসিপির আরেক নেতা দত্তাত্রয় ভরনেকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এনসিপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দলের এক বৈঠকে অজিত পওয়ার এই সিদ্ধান্ত নেন এবং পরে তা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকে জানানো হয়। ফড়নবীস সম্প্রতি কোকাট ও শিবসেনার কয়েকজন মন্ত্রীর বিতর্কিত কার্যকলাপে অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে।
এক জ্যেষ্ঠ এনসিপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগেও একাধিকবার সতর্ক করার পর অজিতদাদা এবার কড়া পদক্ষেপ নিয়েছেন। যদিও কোকাটকে ধনঞ্জয় মুণ্ডের মতো মন্ত্রিসভা থেকে সরানো হয়নি, তবে এটি স্পষ্ট বার্তা।’
উল্লেখ্য, ধনঞ্জয় মুণ্ডেকে গত মার্চে পদত্যাগ করতে হয়েছিল, কারণ তার ঘনিষ্ঠ সহকারী একটি খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন।
মানিকরাও কোকাট সম্প্রতি একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন। তার খেলার অভিযোগের পাশাপাশি, তিনি এক বক্তব্যে রাজ্য সরকারকে ‘ভিখারি’ বলে মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। যদিও তিনি পরে দাবি করেন, বিজ্ঞাপনের পপ-আপ বন্ধ করার চেষ্টা করছিলেন তিনি, তাস খেলেননি।
নতুন কৃষিমন্ত্রী দত্তাত্রয় ভরনে অজিত পওয়ারের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুনের ইন্দাপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের নির্বাচিত এই বিধায়ক ২০১৯ সাল থেকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনে তিনি এনসিপি (এসপি)-র হেভিওয়েট হর্ষবর্ধন পাতিলকে ১৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এদিকে, এনসিপি (এসপি)-র বিধায়ক রোহিত পওয়ার সম্প্রতি দাবি করেন, বিধান পরিষদে কোকাট প্রায় ২০ মিনিট ধরে মোবাইলে তাস খেলেন। তদন্ত শেষে বিধানসভা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর, যখন রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা অব্যাহত, তখন ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আপনার মতামত লিখুন :