ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

আমরা প্রজায় পরিণত হয়েছিলাম, শিক্ষার্থীরা রক্ষা করেছে: শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:০৭ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি- রূপালী বাংলাদেশ

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘আমরা ভুলতে বসেছিলাম যে আমরা নাগরিক। বরং আমরা প্রজায় পরিণত হয়েছিলাম। সেই অবস্থা থেকে শিক্ষার্থীরা জুলাইয়ে আন্দোলন করে আমাদের রক্ষা করেছে। যে আন্দোলনে পরে শ্রমিক, শিক্ষক-অভিভাবক সবাই অংশগ্রহণ করে।’

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অধিকার ছিল না। ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অল্প সময়ের জন্য আমাদের হাতে দায়িত্ব এসেছে। জনগণ যাদের নির্বাচিত করবে আমরা এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে। এমন শিক্ষা যেটা মানুষকে দক্ষ করবে, নৈতিক ও মানবিক করবে সেই শিক্ষার শুরুটা যেন আমরা করে যেতে পারি।’

জুলাই গর্বের মাস উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাব জুলাইয়ে প্রোগ্রাম করে শহীদদের স্মরণ করতে। আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের ধন্যবাদ দেওয়া এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সাধ্যমতো হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্যমতো করছে। যারা পঙ্গু তাদের সম্ভব না হলে তাদের পরিবারকে যেন সাহায্য করা যায় সে দায়িত্ব আমাদের সবার।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা- যা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কারিগরি শিক্ষার ব্যাপারে অনীহা রয়েছে। আজ চাকরির সুযোগ সীমিত হয়ে আসছে। কারিগরি শিক্ষার সুযোগ দেশে ও বিদেশে বাড়ছে। অভিভাবকদেরও বুঝতে হবে যে তাদের সন্তানদের ভবিষ্যত রয়েছে কারিগরি শিক্ষার মধ্যে।’

আবরার বলেন, ‘আমাদের এমন কারিগরি শিক্ষা চালু করতে হবে যেটার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। তাদের সেভাবে গড়ে তুলতে হবে। সরকারকে এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।’