নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি বসতঘর। সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে তারা মিয়ার মালিকানাধীন একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর প্রথমে তারা নিজেরা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক পরিবার ঘরবস্তু হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।