নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় দিনদুপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে একটি বহুতল ভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা লুটপাট চালায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, পৌর এলাকার সাহাপুর গ্রামের বাসিন্দা সৌরভ চন্দ্র দাসের বাবা রাধেশ্যাম দাস পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর পর পরিবার ওই ব্যবসা চালিয়ে যায়নি। তবে পূর্বের ব্যবসায়িক স্বর্ণ ও পরিবারের নারীদের ব্যবহৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ ভরি স্বর্ণ একটি আলমারিতে সংরক্ষিত ছিল।
গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনীয় কাজে মোগরাপাড়ায় গেলে দুর্বৃত্তরা ওই ফাঁকা বাসায় হানা দেয়। ভবনের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সৌরভ চন্দ্র দাস বলেন, ‘আমরা বাসায় ফিরে এসে দেখি, দরজা ভেতর থেকে আটকানো। পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা অবস্থায় পাই এবং সমস্ত স্বর্ণালংকার ও টাকা লুট হয়ে গেছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’