নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রূপগঞ্জের কাঞ্চন হাজী রফিজউদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। চারা বিতরণের পর বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
এদিন বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের উপদেষ্টা নজরুল ইসলাম, সংগঠনের সভাপতি মেহেরুল্লাহ, সাংবাদিক রিয়াজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মানুষ বাসস্থান, সড়ক ও বিভিন্ন ভবন নির্মাণের জন্য বৃক্ষ নিধন করছে, যার ফলে কমছে বৃক্ষের সংখ্যা এবং অক্সিজেনের পরিমাণও হ্রাস পাচ্ছে। এই ভয়াবহ দুর্ভোগ থেকে মুক্তির জন্য সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে আমাদের সামাজিক সংগঠন রূপগঞ্জের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণের কার্যক্রম শুরু করেছে।
এ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা বাড়ানো এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ।
আপনার মতামত লিখুন :