রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:০৩ পিএম

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:০৩ পিএম

বিস্ফোরণে ঘরের ভিতরে সবকিছু তছনছ হয়ে যায়।  ছবি- রূপালী বাংলাদেশ

বিস্ফোরণে ঘরের ভিতরে সবকিছু তছনছ হয়ে যায়। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে মিজমিজি পাইনাদী পূর্বপাড়া মুড়ি ফ্যাক্টরি গলির জাকির খন্দকার মালিকানাধীন খন্দকার ভিলা নাম সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-তাহেরা বেগম (৬৫) তারা মেয়ের জামাই হাসান (৩৭), মেয়ে সালমা (৩০), নাতি মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আরেক ছেলের স্ত্রী আসমা (৩৫), নাতি তিসা (১৬), আরাফাত (১৩)। তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশা করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে পাঠানো হলেও পরে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্ট্রিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ সবার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দলাশ গ্রামে।

তাহেরার ছোট বোন মরিয়ম  বলেন, আমার বোড় বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে আসেন। রাত সোয়া ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে গেছে।

প্রতিবেশী মো. মামুন বলেন, হাসানের শশুর আব্দুর রশিদ এ বাড়ির কেয়ারটেকার ছিলেন। কিছু দিন আগে তিনি মারা গেছেন। তবে তার তিন মেয়ে জামাই ও নাতিরা বাড়ির তিনটি কক্ষে ভাড়া থাকেন। বিস্ফোরণে দুটিকক্ষের সবাই দগ্ধ হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, খবর পেয়ে রাতেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এনে আগুন নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!