ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে ভিন্নরূপে। প্রকৃতি আমাদের কাছে এখন নরম ঠান্ডা বাতাস, কুয়াশা এবং শিশিরের স্নিগ্ধ আভা নিয়ে এসে শীতের আগাম বার্তা জানাচ্ছে। পঞ্চগড়ে টানা দুই দিন ধরে পড়ছে ঘন কুয়াশা। দিনে-রাতে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভোর হতেই চারদিক ঢেকে যাচ্ছে সাদা পর্দায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে।
ভোরে পঞ্চগড়ের পুরো জেলাজুড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট। যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। ঘাসের ডগা, গাছের পাতা ও ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে- শীতের আগমন একেবারে সামনে।
চাকলাহাট এলাকার অটোচালক জমির উদ্দীন জানান, সকালে অটো নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছে।
এদিকে শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় বলেন, ১০ অক্টোবরও একই সময়ে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বর্তমানে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
তিনি আরও জানান, অক্টোবরের শেষ দিক থেকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়বে। উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন