নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ইউসূফ (৪২) নামের এক ব্যবসায়ীর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইউসূফ জানান, তিনি দীর্ঘদিন ধরে কর্নগোপ এলাকার রহিম মার্কেটে দোকান ভাড়া নিয়ে ভাঙারির ব্যবসা করছেন। সম্প্রতি একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী শফিক ও তার সহযোগীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। ভয়ে তিনি কয়েকদিন আগে ৫০ হাজার টাকা দেন।
কিন্তু সোমবার রাতে বাকি টাকা নিতে শফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা তার দোকানে আসে। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার বাম হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
এ ঘটনায় আহত ইউসূফের স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।