ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

রূপগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:১৪ পিএম
রূপগঞ্জে শনিবার রাতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাহিদুল নামের এক ব্যবসায়ীর ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কাচঁপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহিদুল ইসলামের ঝুটের গুদামে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। স্থানীয়রা খবর দিলে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

তবে, ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।