বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে, এই দেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই সমানভাবে বাংলাদেশি নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়।’
বুধবার (১ অক্টোবর) কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারও ধর্ম পালনে বাধা দিচ্ছে না—এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।’
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন