আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশের তরুণ তারকা ক্রিকেটার সাইফ হাসান ও রিশাদ হোসেন।
ব্যাটারদের তালিকায় সাইফ হাসান এশিয়া কাপের পারফরম্যান্সের সুবাদে এক লাফে ৪৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়া রসেরা ৩৬তম স্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৫৫।
অন্যদিকে, বল হাতে নিজের স্পিনের জাদু দেখিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। বোলারদের তালিকায় তিনি ৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন তার ক্যারিয়ারসেরা ২০তম স্থানে। রিশাদের বর্তমান রেটিং ৬১৮।
রিশাদ ছাড়াও পেসার তাসকিন আহমেদও এক ধাপ উন্নতি করে এখন ৩০তম স্থানে আছেন। তবে ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে না পারার পিছিয়ে পড়েছে অধিনায়ক লিটন দাস।
তিনি তিন ধাপ পিছিয়ে এখন ৪৩তম স্থানে। বোলারদের তালিকায় অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও দুই ধাপ পিছিয়ে নেমেছেন ১১তম স্থানে।
এছাড়া, র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে তিনি ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন, যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯)।
বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে এখন ১২তম, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১২ ধাপ উন্নতি করে যৌথভাবে ১৩তম এবং বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে অবস্থান করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন