নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাপড়ের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কাঞ্চন বাজারের গোলজার বস্ত্র বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাড়ি, লুঙ্গি, থ্রিপিসসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি দোকান মালিকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কাঞ্চন বাজারের কাপড়ের পট্টির দোকানগুলো বন্ধ করা হচ্ছিল এমন সময় ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা দোকানের ভেতর থেকে বাতাসে ধুয়া বের হতে দেখতে পান। পরে দোকানের মালিককে খবর দিলে তিনি এসে দোকানের তালা ভেঙে সাটার খুলে আগুনের লেলিহান শিখা দেখতে পায়।
এ ঘটনায় স্থায়ী অন্তত অর্ধশত লোকজন বালতিতে করে পানি নিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। এর মধ্যে আগুন দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থায়ীয়দের মাঝে আতংক দেখা দেয়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে কাঞ্চন বাজারের কাপড়ের পট্টিতে দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে গাড়িতে থাকা প্রায় ৪৩শ লিটার পানি খরচ করে রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হই।
তবে, যদি আগুন লাগা দোকানের পরিমাণ বেশি হতো তাহলে এ পানি যথেষ্ট ছিল না। তাই জনবহুল ও গুরুত্বপূর্ণ এড়িয়ায় পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এ বিষয়ে দোকানের মালিক গোলজার হোসেন বলেন, আগুনে আমার দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন