সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৭০) বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
মৃত রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় জমির কাজ শেষ করে জমির আইল দিয়ে বাড়িতে আসছিলেন। হঠাৎ তাকে বিষধর সাপ কামড় দিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে তিনি অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। এর আগেও গাইবান্ধার সাদুল্লাপুর,সুন্দরগঞ্জ ও সাঘাটায় সাপের কামড়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডা: মো: রফিকুজ্জামান জানান, গাইবান্ধা জেনারেল হাসপাতাল সহ ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সাপের কামড়ের বিষ প্রতিরোধে কোন ভ্যাকসিন বা ইনজেকশন সরবরাহ না থাকায় বিষাক্ত সাপের কামড়ের রোগীদের রক্ষা করা সম্ভব হচ্ছে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন