নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. হোসাইনকে দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদ্রাসা সুপারিনটেনডেন্টের পদত্যাগের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলার আধুরিয়া এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের চালক-যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, শনিবার সকালে আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ বছর বয়সি এক শিক্ষার্থীকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক মো. হোসাইন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক হোসাইনকে আটক করেন।
এ সময় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজীকে বিষয়টির সঠিক বিচার দাবিতে অবগত করলে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শিক্ষক হোসাইনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজী।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত দুই মাসে একই শিক্ষক আরও দুই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখেছে এবং কোনো ব্যবস্থা নেয়নি।
পরে দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন