সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাতে সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক।
মামলায় অভিযোগ বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল এবং একটি শর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি করা হয়।
উল্লেখ্য, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজধানীর একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন