নাটোরের সিংড়ায় পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার ও নাটোর সদরের বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা। তাদের যৌথ আয়োজনে এবং অনিরুদ্ধ-আশরাফ ফাউন্ডেশনের সহযোগিতায় মোট ৫০০টি ফলজ, বনজ, ফুল ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আলাদী, গোবিন্দনগর ও ধরাইল এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয় ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন, ধরাইল ফুটবল মাঠ কমিটির সভাপতি মো. ওয়াজেদ আলী মাস্টার, আচলকোট-আলাদী বাগে জান্নাত কওমি মাদ্রাসার সভাপতি ডা. মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক মো. হাফিজ আল আসাদ কাজল, কবি মো. সুমন প্রামাণিক, এবং মাদ্রাসার মুহতামীম মুফতি মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন। স্থানীয়রা এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিতভাবে গাছের পরিচর্যার প্রতিশ্রুতি দেন।

 
                            -20250729132256.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন