ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে অর্থদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:৪৩ পিএম
নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ রাক্ষুসে প্রজাতির আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস. বি. সাত্তার অংশ নেন। সাপ্তাহিক হাটে এক মাছ বিক্রেতার কাছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন।

জব্দকৃত মাছ পরে উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া ও গালিমপুর এলাকার দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ নম্বর ধারা এবং বিধি ১৮ লঙ্ঘনের কারণে ৫(১) ধারায় জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ী জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আফ্রিকান মাগুর একটি রাক্ষুসে প্রজাতির মাছ, যা অন্যান্য মাছ ও জলজ প্রাণী খেয়ে ফেলে জলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এজন্য বাংলাদেশে এই মাছ চাষ, সংরক্ষণ ও বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।