ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

সারা দেশে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০২:০২ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- রূপালী বাংলাদেশ

যুব সমাজকে মাদক ও সমাজের অন্য অশুভ কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ সারাদেশে নবনির্মিত ১৪টি মিনি স্টেডিয়ামের যৌথ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘মাঠগুলোতে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন ক্রীড়াবিদরা দক্ষতা বাড়াতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠ ব্যবহারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।’

তিনি জানান, বর্তমানে যে সব স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, সেগুলোর কাজ দ্রুত শেষ করা হবে। পাশাপাশি যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নেই, সেসব জায়গায় নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে অংশ নেন।

উল্লখে, এর আগে এদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহী জেলা ও মহানগরে মোট ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।