নাটোরের লালপুরে খাসপুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- জাকারিয়া (২২), মনসুর মাস্টার (৪৭), মহাসিন আলী (৫০), শামীম হোসেন (২৫) এবং আব্দুল গফুর মেম্বার (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই মোল্লাপাড়া মৌজার ০.৭০ একর খাসপুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন স্থানীয় বিএনপি কর্মী জামাল হোসেন (৬০)। অপরদিকে একই গ্রামের আরেক বিএনপি কর্মী বিকম (৪২) ও তার সহযোগীরা শনিবার ওই পুকুর দখলের চেষ্টা চালালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন