ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’কে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৩:৩২ এএম
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে ‘সৎ ও যোগ্য’ লোককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর আজিমপুরে জামায়াতের ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর আয়োজিত এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলটির স্থানীয় নেতারা।

বক্তব্যে শাহ আলম বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার দেশ বিক্রি করে দিয়েছে, এটা সবাই জানে। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কিছু করার। আমরা চাই ভোটের মাধ্যমে যেন সৎ ও যোগ্য লোক নির্বাচিত হয়।’

সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে বা বক্তব্য দিতে পারেন না, এমন বিধানের আলোকে তার বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

তবে শাহ আলম বলেন, ‘আমি পেশাগত দায়িত্বে সেখানে গিয়েছিলাম। হঠাৎ বক্তব্য দিতে বলা হয়। আমি সাধারণভাবে সৎ ও যোগ্য মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি, কোনো দলের পক্ষে নয়।’

ঘটনার বিষয়ে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।