ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সবজিতে কেজিপ্রতি ২০ টাকা বৃদ্ধি, হতাশ ক্রেতারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ১১:৫০ এএম
একটি সবজির দোকান। ছবি- সংগৃহীত

রাজধানীর সবজির বাজারে গত দুই সপ্তাহ ধরে লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। অনেক সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকা ছাড়িয়ে গেছে, যা সাধারণ মধ্যবিত্তের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

শুক্রবার (৪ জুলাই) শান্তিনগর, মালিবাগ, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, গাঁজর প্রতি কেজি ১৬০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং আলু প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, ‘সবজির এমন দাম আগে কখনো দেখিনি। অর্ধেক কেজি করে নিতে হচ্ছে। হঠাৎ করে কেন সবজির দাম এমন বেড়ে গেল, বুঝতে পারছি না।’

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা রাজু আহমেদ বললেন, ‘অনেক সবজির মৌসুম শেষ, ফলে সরবরাহ কমেছে। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। নতুন মৌসুমের সবজি না উঠা পর্যন্ত দাম এমনই থাকবে।’

রামপুরা বাজারের বিক্রেতা আলমগীর হোসেনের দাবি, ‘পাইকারি বাজারে থেকেই দাম বেশি। আমরা আগের মতো ১০–২০ কেজি করে আনতে পারছি না। এখন ৫–৭ কেজি আনতে হচ্ছে। বিক্রিও কমে গেছে।’

সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে সাধারণ মানুষের খাদ্যতালিকায়। ক্রেতারা আগের তুলনায় অনেক কম পরিমাণে সবজি কিনছেন।

বিক্রেতারা বলছেন, লাভের পরিমাণও কমে গেছে। বাজারে চাপ সামলাতে অনেকে বিকল্প হিসেবে মৌসুমি ফল কিংবা ডাল-চাল নির্ভর খাবারে ঝুঁকছেন।