ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সাবেক চিফ হিট অফিসারের স্বামীর সিসা বারে পুলিশের অভিযান

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:১২ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক হিট অফিসার বুশরা আফরিন। ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক হিট অফিসার বুশরা আফরিনের স্বামী জাওয়াদ রায়হান রাবির সিসা বারে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন। তাদেরসহ এ ঘটনায় হিট অফিসার বুশরার জামাতা জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, যাদের বেশিরভাগই বারটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে জানা গেছে।

অভিযানে প্রায় সাড়ে চার কেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা (Crystal Methamphetamine), একাধিক ব্র্যান্ডের সিসার কৌটা ও প্যাকেট এবং ১২ কেজি কোকোনাট চারকোল জব্দ করা হয়। এ ছাড়া দশটি হুক্কা ও আটটি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা উদ্ধার হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর জানান, ‘আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে এই সিসা লাউঞ্জে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় ৫ নম্বর আসামি উত্তর সিটির সাবেক মেয়র আতিকুলকন্যা ও চিফ হিট অফিসার বুশরা আফরিনের।’