ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শাকিব খানের পাশে দাঁড়িয়ে গর্বে ভাসলেন তৌসিফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:০০ এএম
শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

ঢালিউডের রাজা শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব, আর সেই মুহূর্তেই যেন ছড়িয়ে পড়ল প্রশংসার ফুলঝুরি। বাংলা সিনেমার মেগা-স্টার আর ছোট পর্দার উদীয়মান তারকা—দুজনের এই এক ফ্রেম যেন দুই প্রজন্মের সেতুবন্ধন। মুহূর্তেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, মন্তব্যে ভেসে যায় প্রশংসা আর ভালোবাসা।

শাকিবের পাশে দাঁড়িয়ে তৌসিফ। ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, শাকিব খানের কাঁধে হাত রেখে গর্বের হাসি হাসছেন তৌসিফ। ক্যাপশনে লেখেন, ‘সম্মান যার প্রাপ্য, তাকেই দিন। গর্বের সঙ্গে দাঁড়ালাম বাংলা সিনেমার রাজা শাকিব খানের পাশে।’ মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে, ভক্তদের ভালোবাসা আর মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।

শাকিব খানের সঙ্গে এই দেখা হয়েছিল কয়েক মাস আগে, পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আমন্ত্রণে আয়োজিত এক আড্ডায়। সেই আড্ডায় ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, জোভানসহ আরও অনেক তারকা। তৌসিফ সেই সময়ই শাকিবের সঙ্গে ছবি তুলে রেখেছিলেন, যা প্রকাশ পেল বৃহস্পতিবার।

তৌসিফ মাহবুব বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এবার সেই অনুপ্রেরণার মানুষটির পাশে দাঁড়িয়ে আবেগের ছোঁয়া ছড়িয়ে দিলেন তিনি। শাকিব খান বর্তমানে নতুন সিনেমা ‘সোলজার’-এর প্রস্তুতিতে ব্যস্ত।অন্যদিকে তৌসিফেরও আলোচনায় রয়েছে নতুন কাজ। আগামী ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে ভিকি জাহেদের পরিচালনায় তার অভিনীত সিনেমা ‘খোয়াবনামা’, যেখানে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।

শাকিব খান ও তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

এ যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রতি শ্রদ্ধা আর প্রেরণার গল্প, যেখানে বড় পর্দার রাজা আর ছোট পর্দার তারকা একই ফ্রেমে হয়ে উঠলেন ভক্তদের আলাপের কেন্দ্রবিন্দু।