ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: ওয়াইসি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১১:৪৭ পিএম
শেখ হাসিনা (বামে) ও আসাদউদ্দিন ওয়াইসি (ডানে)। ছবি- সংগৃহীত

ভারত সরকার যদি সত্যিই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এ অভিযানের শুরু হোক শেখ হাসিনাকে ফেরত পাঠানো দিয়ে—এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে হায়দ্রাবাদ থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, ‘শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক।’

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে আশ্রয় দিয়ে রেখেছি?’

লোকসভার এই সদস্য আরও বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়াইসি অভিযোগ করেন, ‘একদিকে আমরা একজন বাংলাদেশিকে এ দেশে থাকতে দিচ্ছি, তিনি নানা রকম বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন, অস্থিরতা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে তুলে এনে কলকাতায় নামানো হচ্ছে, এরপর সীমান্তে নিয়ে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হচ্ছে। তারা আদৌ বাংলাদেশি কি না, সেই যাচাই পর্যন্ত করা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আজ দেশে যে-ই বাংলা ভাষায় কথা বলছেন, তাকেই বাংলাদেশি বলা হচ্ছে। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে, তা এখান থেকে বোঝা যায়। মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিল? এখানে সবাই যেন পাহারাদারে পরিণত হয়েছে।’