ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

উত্তরা থেকে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিক শিবলী
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০১:১৭ পিএম
সেনাবাহিনীর গোপন অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরা জসিমউদ্দিন এলাকায় সেনাবাহিনীর গোপন অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করে উত্তরা আর্মি ক্যাম্প।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সময়ের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন-সুবর্ণা আক্তার (১৯) ও রুকসানা (২৫)। তাদের কাছ থেকে ৮৪টি গাঁজার রোল (মোট ৪২০ গ্রাম) ও নগদ ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশকে মাদকসহ সকল আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।