নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রশান্ত কুমার রায়ের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে নেত্রকোনায় আনা হচ্ছে।
ওসি আরও জানান, প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হামলা, ভাঙচুর এবং নাশকতার অভিযোগ। তাকে সোমবার (৭ জুলাই) আদালতে তোলা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আর প্রকাশ্যে দেখা দেননি। তবে চলতি বছরের ২০ জুন (শুক্রবার) হঠাৎ করে নেত্রকোনা শহরের তেরিবাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। সেই দিনের কর্মসূচির দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশান্ত রায়কে নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম হয়। এরপর জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল তার গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ জানায়, তখন থেকেই তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়। শেষমেশ ১৭ দিন পর সফল অভিযানে টঙ্গী থেকে তাকে আটক করা হলো।