বগুড়ায় আলোচিত ‘জুলাই বিপ্লব’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফুল আলম তানজিল (২০) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তানজিল ওই এলাকার বাসিন্দা মো. মন্তেজার রহমানের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার একজন সক্রিয় কর্মী। তিনি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লব নিয়ে ধারাবাহিকভাবে কটূক্তি করে আসছিলেন।
তা ছাড়া বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, হুমকি এবং সহিংস তৎপরতায় সরাসরি অংশ নেন বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, জুলাই মাসজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে তানজিল ককটেল বিস্ফোরণ, হামলা ও হত্যাচেষ্টাসহ একাধিক অপরাধে জড়িত ছিলেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :