বগুড়ার আদমদীঘিতে চাচাকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল হোসেন (৩৪)। পরিচয় গোপন রেখে ২৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে পুলিশের কাছে ধরা পড়লেন এই যুবক।
শনিবার (৫ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলীকে ২০০০ সালে হত্যার দায়ে আদালত সাদেক আলী মাস্টারের ভাই সাহাদাত হোসেন ও ভাতিজা বকুল হোসেনসহ বেশ কয়েকজন আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অন্যান্য আসামিরা সাজাভোগ করলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বকুল হোসেন নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা নিয়ে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানাজারি করেন আদালত।
এদিকে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল হোসেনকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রনহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেনকে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :