সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এমন দুঃসাহসিক ঘটনার পর চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সড়কের নিরাপত্তা জোরদারের দাবি জোরালো হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় গাড়ির চালক ও দুই নারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪-১৫ জনের একটি দল প্রাইভেটকারটির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায় এবং মালামাল লুটে নেয়। ডাকাতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের পরনে হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা ও দেশীয় অস্ত্র।
ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি, যিনি ওই সময় একই পথে চলাচল করছিলেন, তিনি জানান- তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। কড্ডার মোড়ে পৌঁছালে দেখতে পান, একদল ডাকাত একটি প্রাইভেটকারের যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। ডাকাতরা লুটপাট শেষে সড়কের পাশের ধানক্ষেতে নেমে অন্ধকারে পালিয়ে যায়।
ঘটনার সময় একটি গাড়ির যাত্রী পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে এক বৃদ্ধ ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি দেশীয় অস্ত্রের আঘাত কিংবা ভাঙা কাচের টুকরোয় আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বিষয়টি তাদের জানা থাকলেও ঘটনাস্থল যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় পড়েছে।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান ‘দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন