নীলফামারীতে ছাত্র জনতার ওপর হামলার মামলায় মিজানুর রহমান দুলাল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ( ২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান দুলাল কিশোরগঞ্জের উত্তর চাঁদখান সরঞ্জাবাড়ী এলাকার বাসিন্দা ও চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি তদন্ত আরও বলেন, ছাত্র জনতার ওপর হামলা ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।