নোয়াখালীর সদর উপজেলায় একটি ব্যক্তিগত পুকুরে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কোরাল মাছ। যার ওজন ছিল প্রায় ১০ কেজি। মাছটি সাধারণ নিলামে বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজিতে মোট ৭ হাজার টাকায়।
শনিবার (২৪ মে) সকালে সদরের নোয়াখালী ইউনিয়নের শল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাভেদ আলম তার পুকুরে মিশ্র প্রজাতির বিভিন্ন মাছ চাষ করেন। আজ সকালে জাল ফেলে মাছ ধরতে গেলে ১০ কেজি ওজনের একটি কোরাল পান। এ সময় মাছটি একনজর দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। পরে নিলামে ৭০০ টাকা কেজি হিসাবে মাছটি বিক্রি করা হয়।
জাভেদ আলম বলেন, আমি পুকুরে মাছ চাষ করি এবং পাশাপাশি পুকুরের চারপাশে সবজি করি। আজ জাল দিয়ে মাছ ধরতে গেলে বিশাল একটি কোরাল পাই। পরে তা কেজি হিসাবে বিক্রি করি। তবে আমি পুকুরে কোরাল চাষ করি নাই কিংবা কোনো পোনাও ফেলি নাই। অন্যান্য মাছের রেনু বা পোনার সঙ্গে সম্ভবত এটি পুকুরে ঢুকেছে এবং বড় হয়েছে। সুলভ মূল্যে মাছটি কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, তেমনি আমিও মাছ পেয়ে খুশি।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, খবর পেয়েছি জাভেদ আলম তার পুকুরে বিশাল একটি কোরাল পেয়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এবং উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল চাষির সংখ্যা বাড়ছে। কেউ কেউ কার্প জাতীয় মাছের সঙ্গেই এই মাছের চাষ শুরু করেছেন। এতে আর্থিকভাবে তারা লাভবানও হচ্ছেন।