বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আনন্দ র্যালি করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে হাজার হাজার মানুষের একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
র্যালি শেষে ঈশ্বরদী পুরাতন মোটর স্টান্ড পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ‘৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার সরকার গঠন করেছে। বিএনপি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম তুহিনের পরিচালনায় পৌর বিএনপি সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু প্রমুখ।
এ ছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন