পাবনার ঈশ্বরদীতে মারামারির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খয়েরদাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আয়শা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আতর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়শা বেগমের বাড়ির সামনে বারেক নামে এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। শুক্রবার রাতে ওই দোকানের সামনে গিয়ে পূর্বের একটি বিষয় নিয়ে কথা বলছিলেন আয়শা বেগমের ছেলে সালাম। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাম ও দোকানদার বারেকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
মারামারির একপর্যায়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান আয়শা বেগম। তখন প্রতিপক্ষের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন