পঞ্চগড়ে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব ইসলামবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইটে নিয়মিত জুয়া খেলছিলেন এবং দিন দিন খেলোয়াড়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৯ জনের মধ্যে ৩ জনকে জরিমানা ও ৬ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তদের নামের মধ্যে রয়েছেন পূর্ব ইসলামবাগের ফারুক হোসেন (২৬), জাহিদ ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (৪০), শাহাজাহান (৪১), দেলোয়ার (৪০) ও ময়নাল (২৭)।
পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর আদনানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন :