ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

কলাপাড়ায় ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক ৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ১১:১৭ এএম
কলাপাড়ায় পৃথক অভিযানে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৭৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৭৩ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিক (৩২), একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), ধুলাসার ইউনিয়নের মো. রাকিব (২৯) এবং কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের ছেলে মেহেদী হাসান (২৫)। এদের মধ্যে কেউ মোটরসাইকেল চালক, কেউবা হোটেল বয়ের কাজ করেন বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি জানান, উপকূলীয় নৌপথে মাদক পাচার বৃদ্ধি পেয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কারও বাড়ি থেকে, আবার কারও গোপন আস্তানা থেকে ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘যাদের আটক করা হয়েছে, তারা মূলত মাদক চক্রের সহযোগী। আমাদের মূল লক্ষ্য—এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করা। ভয়ঙ্কর মাদক ‘আইস’ প্রথমবারের মতো কলাপাড়ায় ধরা পড়েছে, যা এলাকা ও সমাজের জন্য একটি বড় হুমকি। এ কারণে সবাইকে সামাজিকভাবে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানাই।’

উপ-পরিচালক হামিমুর রশিদ জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মহিপুর থানায় হস্তান্তর করা হবে।’