পটুয়াখালীর দুমকিতে ৬৫০ পিস ইয়াবাসহ মো. জিয়াউর রহমান জিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জিয়াউর রহমানের স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকায়। তার বাবার নাম খুকু হাওলাদার মনির। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন এলাকায় বসবাস করছিলেন।
দুমকি থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনা প্রসঙ্গে ওসি সংবাদমাধ্যমকে জানান, ‘আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই তাকে বিচারের আওতায় নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :