একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে গুম-খুন, অপপ্রচার করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কীভাবে স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়, সেই পাঁয়তারা করছে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হলো আমাদের অঙ্গীকার। সব সাপোর্ট দিতে বিএনপি আপনার পরিবারের পাশে আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, ১৭ বছর দেশের বাইরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ ইসলামী ওই দলের কথায় কান দেওয়া যাবে না।
পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ উদ্দিনসহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন