নবীগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের শেষকৃত্য। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শেষকৃত্য উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর মানিক লাল দাশ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন দুপুরে হাওড়ের পাশে ধানক্ষেতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হঠাৎ পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে।
তবে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নবীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন